সংবাদ সারাদেশসারাদেশ
রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন
সংবাদ চলমান ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১০ হাজার ৬০০ টি ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. হুমায়ুন কবির (২৪), মো. জয়নুল আবেদীন জনি ওরফে আকাশ (২৮) ও মো. সাকিব (২৯)।
বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ফেইক কারেন্সী নোট টিমের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীল জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা হয়েছে।