সংবাদ সারাদেশসারাদেশ
রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ২
সংবাদ চলমান ডেস্ক: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র মজুদের সময় দুই জনকে আটক করেছে র্যাব।সোমবার বিকেলে শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে ৪ টি বড় ছোরা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলো- মো. হোসেন (২৭) ও মো. মাহফুজ আহম্মেদ হৃদয় (২১)।
মঙ্গলবার র্যাব-১০ (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকেলে ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি বড় ছোরা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।