সংবাদ সারাদেশসারাদেশ
রংপুরে আগুন পোহাতে গিয়ে আরো এক নারীর মৃত্যু
সংবাদ চলমান ডেস্ক: আগুন পোহাতে গিয়ে দগ্ধ বেগম নামে আরো এক নারী মারা গেছেন। তার বাড়ি নীলফামারী জলঢাকা উপজেলার পাঠান পাড়ায়।
বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, ২৪ ডিসেম্বর বেগম নামে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি মারা যায়।
শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে। বর্তমানে হাসপাতালে ২৮ জন দগ্ধ রোগী ভর্তি আছেন।