সংবাদ সারাদেশসারাদেশ
যুবকের পেটের ভেতর মিলল ৩ হাজার ইয়াবা
সংবাদ চলমান ডেস্ক:
অভিনব কৌশলে পেটে করে ইয়াবা পাচারকালে তাইজুল ইসলাম (৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার পেট থেকে কালো টেপ দিয়ে মোড়ানো ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ তাজুল ইসলাম (৪৫) নামের ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ভারগাঁও দরগাহ বাড়ী এলাকায়।
মাদক ব্যবসা তার একমাত্র পেশা। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় এসে ঢাকা ও নারায়নগঞ্জের মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।