সংবাদ সারাদেশসারাদেশ
মোহাম্মদপুরে ক্যাসিনো খেলায় ১০ জুয়াড়ি আটক
সংবাদ চলমান ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ক্যাসিনো খেলার সময় ১০ জুয়াড়িকে আটক করেছেন র্যাব-১০। আটকরা হলো- বাবুল (২৭), মো. অমিত হাসান (২০), মো. সুমন (২২), মো. জসিম শেখ (২৮), মো. শাহাব্দ্দুীন (৩৫), মো. পায়েল (২৮), সাইদুল্লাহ (৩৫), নুর আলম (৩৫), মো. শাহকামাল (৩২) ও মো. কিবরিয়া (২৭)।
র্যাব-১০ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে তাদের জুয়ার বোর্ডে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, নগদ ১৫ হাজার ৬৫০ টাকা, ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সোপার্দ করা হয়েছে।