মেয়েকে নিরাপদে রেখে হাতির আক্রমণে প্রাণ দিলেন বাবা!
সংবাদ চলমান ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউপির ৪নং ওয়ার্ডের চাকঢালার কালুকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মনির আহাম্মদ (৩৫) ওই এলাকার বেলায়ত আলীর ছেলে। নাইক্ষ্যংছড়ি’র ইউএনও সাদিয়া আফরিন কচি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতর বড় ভাই শামশুল আলম জানান, বৃহস্পতিবার রাতে মনির আহাম্মদ ও তার ছোট মেয়ে পাকা ধান মাড়াই এবং পাহাড়া দিতে মাঠে যায়। ধান মাড়াই শেষে ঘুমাতে গেলে পাহাড় থেকে এক বন্য হাতি তেড়ে আসে। সে সময় হাতির শব্দে ঘুম থেকে জেগে মেয়েকে নিরাপদে রেখে চিৎকার শুরু করেন মনির আহম্মদ। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই হাতির আক্রমণে তিনি মারা যায়।
ইউএনও সাদিয়া আফরিন কচি জানান, নিহত পরিবারের মাঝে খাবার এবং শীতবস্ত্র তুলে দেয়া হয়েছে। মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।