সংবাদ সারাদেশসারাদেশ
মুরগির খাঁচায় ফেনসিডিল পাচার, গ্রেফতার ১
সংবাদ চলমান ডেস্ক: রাজধানীর গাবতলী এলাকায় পিকআপের মুরগির খাঁচায় বিশেষ কায়দায় রাখা ২৩৪ বোতল ফেনসিডিল আটক করেছে র্যাব-৪। এ সময় মো. জাহিদ হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে দারুস সালাম থানার ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করে জানান, ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জাহিদ চুয়াডাঙ্গা এলাকা থেকে গোপনে তার পিকআপের মধ্যে মুরগির খাঁচার উপর বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করে। এরপর সেগুলো ঢাকাসহ আশপাশ এলাকায় বিক্রয় করে থাকে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।