মাদকের বিরুদ্ধে আরো কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ চলমান ডেস্ক: মাদকের বিরুদ্ধে নতুন বছরে আরো কঠোর হবে সরকার। মাদকবিরোধী অভিযান চলবেই এবং জনগণকে সঙ্গে নিয়ে মাদক নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী প্রচার অভিযান চলবে। ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যে নিয়ে বছরের জুড়ে মাদক নির্মূলে নানা কর্মসূচি পালন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
তিনি আরো বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা চালানো হবে।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান।