সংবাদ সারাদেশসারাদেশ
মাগুরমাড়িতে বাসের ধাক্কায় সাতজন নিহত
সংবাদ চলমান ডেস্ক:
পঞ্চগড়ের মাগুরমাড়ি চৌরাস্তায় বাসের ধাক্কায় সাত যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাস্থলে পাঁচজন ও আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ডিসি সাবিনা ইয়াসমিন।
এদিকে উদ্ধার কাজে অংশ নিয়েছে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।