সংবাদ সারাদেশসারাদেশ
মদ-বিয়ারসহ আটক ২
সংবাদ চলমান ডেস্ক: নোয়াখালীতে অভিযান চালিয়ে মদ ও বিয়ারসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুরের পুরাতন কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের শাহজানের ছেলে মো. গিয়াস উদ্দিন ও কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ওয়াসিম।
জেলা ডিবি পুলিশের ওসি মুহাম্মদ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে গিয়াস ও ওয়াসিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ বোতল বিদেশি মদ ও আটটি ক্যান বিয়ার উদ্ধার করা হয়।