সংবাদ সারাদেশসারাদেশ
ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক
সংবাদ চলমান ডেস্ক:
ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ভোলা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সুপার।
ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাতের কোনও একসময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে সকালে তিনি থানায় জিডি করেছেন।
ওসি বলেন, কে বা কারা পুলিশ সুপারের আইডি হ্যাক করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে।