সংবাদ সারাদেশসারাদেশ
ভুয়া নিয়োগপত্রে চাকরি, দুই প্রতারক আটক
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ভুয়া নিয়োগপত্র তৈরি করে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন- বগুড়ার গাবতলীর আবু মুসা, নওগাঁর ধামইরহাটের আজিজুল ইসলাম।
মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। এ সময় ভুয়া নিয়োগপত্র, বিপুল পরিমাণ চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, গাবতলী উপজেলার বাহাদুরপুরের রাসেলকে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে সাত লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
অক্টোবর মাসে তারা রাসেলকে ভুয়া নিয়োগপত্র দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর রাসেল পুলিশের সাহায্য চাইলে প্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।