ভাতে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করলো স্বামী!
সংবাদ চলমান ডেস্ক : খাবার খেতে গিয়ে ভাতের থালায় চুল পাওয়ায় হাত-পা বেঁধে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছেন ক্ষুব্ধ স্বামী। সোমবার সকালে জয়পুরহাট সদর উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ দুপুরে অভিযুক্ত স্বামী বাবলুকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে এ নির্যাতনের ব্যাপারে থানায় মামলা দায়ের করেন স্ত্রী আরজিনা বেগম। আটক বাবলু মিয়া একই গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খাঁন জানান, বাবলু প্রায়ই আরজিনা বেগমকে নির্যাতন করে আসছিল। সকালে বাবলু ভাত খাওয়ার সময় ভাতের প্লেটে চুল দেখে আরজিনাকে মারধর করার এক পর্যায়ে আরজিনার হাত-পা বেঁধে তার মাথার চুল ন্যাড়া করে দেয়। খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে।
এ ব্যাপারে আরজিনার বাবা সদর উপজেলার চক ভারুনীয়া গ্রামের বেলাল সরদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আরজিনা এবং বাবলুর বিয়ে হয় ৭ বছর অগে। তাদের কোনো সন্তান নেই। বাবলু এর আগেও দুটি বিয়ে করেছিল বলে পুলিশ জানিয়েছেন।