সংবাদ সারাদেশসারাদেশ
বোরহানউদ্দিনে এক মামলায় পাঁচ হাজার আসামি
সংবাদ চলমান ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার রাতে বোরহানউদ্দিন থানার এসআই আবিদ হোসেন এ মামলা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, পুলিশের উপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
ভোলার এসপি সরকার মোহাম্মদ কাউসার জানান, এ ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ, মো. শাকিব, লিমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে ভোলা কোর্টে পাঠানো হয়েছে।
সহকারী এসপি শেখ সাব্বির হোসেন জানান, এ সংঘর্ষের ঘটনায় ৩০ পুলিশ আহত রয়েছে। এদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।
এর আগে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষ হয়