বেপরোয়া বাসের ধাক্কায় সড়কে ঝরলো ৩ প্রাণ
সংবাদ চলমান ডেস্ক:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের পাশে (মোরাপাড়া) বেপরোয়া একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, বায়েজিদ বোস্তামির আতুরার ডিপুর নুর আহমদ আহমদের ছেলে জানে আলম এবং পাহাড়তলীর মকবুল আহমদের ছেলে জামাল আহমদ।
আহতদের মাঝে শিশির দে নামে একজনের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি। বাকিদেরও নাম-ঠিকানা পাওনা যায়নি। হতাহত সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, কক্সবাজারমুখী প্রাইভেটকারে চট্টগ্রামমুখী শ্যামলী বাস ধাক্কা দেয়। এতে কারটি বাসের নিচে আটকে যায়। সেখান থেকে নিহতদের উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। উদ্ধারদের মধ্যে শিশিরকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামু ক্রসিং তুলাতলী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, চট্ট মেট্টো গ-১৩-৫২১১ নম্বরের প্রাইভেটকারটির সঙ্গে ঢাকা মেট্টো ব-১৫-১১০৫ নম্বরের শ্যামলী বাসের সংঘর্ষ হয়। এতে কারের তিন যাত্রী নিহত হন। গাড়ি দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।