সংবাদ সারাদেশসারাদেশ
বিমানবন্দরের টয়লেটে মিলল আট কেজি সোনা!
সংবাদ চলমান ডেস্ক:
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে পরিত্যক্ত অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, দুপুরে মাসকাট থেকে সালাম এয়ারের যাত্রীরা নামার পর বিমানবন্দরে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। এ সময় টয়লেট থেকে পলিথিনে মোড়ানো আট কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেন তারা। যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।
তল্লাশির বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা সোনার বারসহ পলিথিনটি টয়লেটে লুকিয়ে রেখে পালিয়ে যায় বলে ধারণা শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তাদের।