বিকেলে বৃষ্টি হতে পারে, কনকনে শীতের পূর্বাভাস
সংবাদ চলমান ডেস্ক : কনকনে শীতে যখন সবাই কাবু এ অবস্থায় আরো একটি দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এতে তাপমাত্রা আরো কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেলে অথবা আগামীকাল শুক্রবার দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, বরিশাল অঞ্চলে গুঁড়িগুঁড়ি বা হালকা আকারে বৃষ্টি হতে পারে।
এছাড়া আবহাওয়া অফিস আরো জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এছাড়া দেশের উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যহত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।