সংবাদ সারাদেশসারাদেশ
বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুরে এ ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোর যাচ্ছিল। মল্লিকপুরে বিপরীতমুখী মাইক্রোর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।
ওসি আর জানান, নিহত ছয়জন একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে।