নাটোররাজশাহীসংবাদ সারাদেশ

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. মোলাম শেখকে (৫৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় মো. ইদু মণ্ডলকে (৪৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদেশ দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত। মোলাম শেখ এলাকার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মজা শেখের ছেলে ও ইদু মণ্ডল একই গ্রামের মো. জোবান মণ্ডলের ছেলে।

এ বিষয়ে সিপিসি ২ রাজশাহীর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ হাজার ২০০ কেজি ভেজাল গুড়, ২৫০ কেজি চিটাগুড়, ২ কেজি কাপড়ের রং, ১৩০ কেজি আটা, ২ হাজার ৬৫০ কেজি চিনি, ২ কেজি ডালডা ও ২৫ কেজি ফিটকিরি জব্দ করা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও জানান, ইদু মণ্ডল ১ লাখ টাকা জরিমানা দিতে না পারায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চিনি ও আটা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button