সংবাদ সারাদেশসারাদেশ
বন্যহাতির আক্রমণে নিহত ৩
সংবাদ চলমান ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কধুরখীল সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাকের ও পাশের এলাকার মো. তাহের।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, চৌধুরীহাট ও চান্দেরহাট এলাকায় হাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে লোকালয়ে চলে আসা হাতির পালটি বিভক্ত হয়ে কধুরখীল, পোপাদিয়া ও শ্রীপুর-খরনদ্বীপ এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ করা হয়েছে।