সংবাদ সারাদেশসারাদেশ

বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামি নিহত

সংবাদ চলমান ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার শেখর ইউপির বারাংকুল গ্রামের পিয় নাথ পালের মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত এনায়েত হোসেন বোয়ালমারী উপজেলার চতুল ইউপির বনচাকি গ্রামের মজিবর হোসেনের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত এসপি মো. জামাল পাশা জানান, একাধিক হত্যা, ডাকাতি, ধর্ষণসহ ১৩টি মামলার আসামি এনায়েতকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে অস্ত্র উদ্ধারের জন্য ওই বাগানে গেলে এনায়েতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

সে সময় পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে এনায়েত। হামলাকারীদের লক্ষ্য করে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে স্থানীয়দের সহায়তায় বাগান থেকে গুলিবিদ্ধ এনায়েতকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শর্টগানের গুলি, দুটি শর্টগানের এমটি কার্তুজ, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button