বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার -৪
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার খাদাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার খাদাইল এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আঃ রাজ্জাক (৪১), মৃত হাচেন সোনার ছেলে মোকাররম হোসেন (৩৮), গলিকাতি এলাকার তোজাম মন্ডলের ছেলে তৌহিদুল ইসলাম (৩০), কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার রইচ উদ্দিনের ছেলে জাকিউল ইসলাম বাচ্চু (২৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী এ প্রতিবেদক-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে