সংবাদ সারাদেশসারাদেশ
ফেনীতে ইয়াবাসহ ধরা খেলেন যুবক
সংবাদ চলমান ডেস্ক: ফেনী শহরের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী ফেনী পৌরশহরের কদল গাজী রোড এলাকার আব্দুল আজিজের ছেলে।
র্যাব-৭, ফেনীর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. খাইরুল ইসলাম জানান, জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।