ঢাকাসংবাদ সারাদেশ

সাভারে দ্রুত গতির ট্রাক চাপায় শ্রমিক মৃত্যু

মোঃ নাসমি খান

সাভারে বেপোয়ারা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক নামের (২৮) এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ বলছে,দুপুরে পোশাক কারখানায় যাওয়ার পথে পদ্মারমোড় এলাকায় দ্রুত গতির একটি বেপোয়ারা ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে সাভার মডেল থানাপুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদসোহরা ওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ট্যানারি পুলিশ ফাঁড়ি ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছে,ওই ড্রাম ট্রাকের চালক বেপোয়ারা ভাবে গাড়ি চালাচ্ছিলেন তাই দুর্ঘটনা
ঘটেছে। এসময় আরও বড় দুর্ঘটনা ঘটতো বলে আশঙ্কা করেছেন তারা।

এ বিষয়ে ওই গাড়ির এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনিবলেন,রাস্তায় গাড়ি চললে তো মানুষ মারা যেতেই পারে তাতে কি করারআছে। এদিকে সংসারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুচিন্তায় পড়েছেন নিহতের পরিবার।

তারা ওই গাড়ি চালকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবিকরেছেন। নিহত ওই পোশাক শ্রমিকের বাড়ি তেঁতুলঝোড়া ইউনিয়ন
এলাকায়।এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন,ওই ড্রাম ট্রাকের চালককে আটকের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button