রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আবহাওয়া অফিসের পুর্বাভাসের মধ্যদিয়ে শুরু হয় ঝড় নিসর্গ। এই নিসর্গ  গোটা উত্তর অঞ্চলকে লন্ডভন্ড করেছে। আর এই ঝড়ের তান্ডবে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বৃষ্টির সময় বজ্রপাতে নিহত হন তারা।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী রুমালী বেগম, মনাকষা ইউনিয়নের রানিনগর হঠাৎপাড়ার সাইদুর রহমানের ছেলে মামুন এবং সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরা পাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাদেকুল ইসলাম।

নিহতের স্বজনরা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিলেন রুমালী বেগম। এ সময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া সন্ধ্যায় বৃষ্টির সময় মাঠে ঘাস কাটতে গিয়ে মারা যান মামুন।

অপরদিকে একই সময় নিজ বাড়ির পেছনের একটি বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরা পাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাদেকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ ও সদর উপজেলা ত্রাণ ও দুর্যোগ কমকর্তারা জানান, নিহতদের পরিবারকে আর্থিকভাবে অনুদান দেয়ার প্রস্তুতি চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button