পাটের বস্তায় ফেনসিডিল, আটক ২
সাভারে অভিযান চালিয়ে পাটের বস্তার ভেতর থেকে ফেনসিডিলের একটি চালান আটক করেছে র্যাব। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভাটপাড়ার রফিকুল ইসলামের ছেলে মো. সেলিম ও অপরজন একই থানার নাজিরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো. রাব্বানী।
র্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর শিবলী মোস্তাফা জানান, চাঁপাইনবাবগঞ্জের মাদক ব্যবসায়ীরা একটি নীল রঙের কাভার্ডভ্যানে করে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে সাভার বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এসময় একহাজার ৫৫০ বোতল ফেনসিডিল, একটি কাভার্ডভ্যান ও তিনটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চাপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে এই ফেনসিডিল আমদানী করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রির কথা স্বীকার করেছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।