পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরি মেরে হত্যা
সংবাদ চলমান ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাওয়ায় জাহিদ হাসান সানি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান সানি ওই গ্রামের জয়নাল আবদীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি রনোজিত রায় জানান, প্রতিবেশী যুবক জীবন মিয়ার কাছে জাহিদ হাসান সানি কিছু টাকা পেতেন। সেই টাকা চাওয়ায় সন্ধ্যায় প্রথমে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর একপর্যায়ে জীবন পাওনাদার জাহিদ হাসান সানিকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
তিনি আরো জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটকের জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।