সংবাদ চলমান ডেস্ক : যশোরে কলেজছাত্র সোহাগ ওরফে মাইকেল হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- যশোর শহরের মোল্যাপাড়ার রায়হান, কালিপদ, শেখহাটি গ্রামের দাউদ।
রোববার বিকেলে রাজধানীর চকবাজার ও সোমবার ভোরে যশোর শহরের মোল্যাপাড়া থেকে তাদের আটক করা হয়।
সোমবার বিকেলে এসপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এডিশনাল এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি জানান, ২১ অক্টোবর মোল্যাপাড়া নদীর পাড়ে সোহাগ ওরফে মাইকেলকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর আসামি রাকিব ও কোরবান আদালতে আত্মসমর্পণ করে। পরে প্রযুক্তির সহায়তায় বাকি তিন আসামির অবস্থান খুঁজে পায় পুলিশ। রোববার ও সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এডিশনাল এসপি তৌহিদ আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে- রাকিবের স্ত্রী ও ভাগনির সঙ্গে নিহত সোহাগের পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে