সংবাদ সারাদেশসারাদেশ
পদ্মার পাড়ে মিলল যুবকের মরদেহ
সংবাদ চলমান ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে মো. হাসান (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কাঁঠালবাড়ী স্পিডবোট ঘাট সংলগ্ন নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসান কাঁঠালবাড়ী ঘাট এলাকার বাস চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। তার বাড়ি ফরিদপুরের লক্ষ্মীপুর এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ী স্পিডবোট ঘাট সংলগ্ন নদীর পাড়ে হাসানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।