পঞ্চগড়ে ট্রাকচাপায় নিহত এক নারী
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাজার থেকে ছেলের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শেফালী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন ছেলে ইব্রাহিম। আজ মঙ্গলবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপির ভাউলাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শেফালী বেগম একই ইউপির মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ইব্রাহিম তার মা শেফালী বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাউলাগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে যান। কেনাকাটা শেষে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটানোর সময় হঠাৎ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মা শেফালী বেগম পাকা সড়কে ছিটকে পড়েন। এ সময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মা শেফালী বেগম ৷ এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
এ ঘটনায় দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ট্রাকচাপায় ঐ নারীর মৃত্যু নিশ্চিত করেছেন ৷