নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে লাশ হলেন মাঝি
সংবাদ চলমান ডেস্ক:
সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ নৌকার মাঝি সাইদুর রহমান প্রামাণিকের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে যমুনা নদীর শহররক্ষা বাঁধের মতি সাহেবের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুর উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়া একটি নৌকার মাঝি ছিলেন।
সদর থানার এসআই আজিম আহমেদ জানান, বৃহস্পতিবার বিকালে শহররক্ষা বাঁধ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দর্শনার্থীদের একটি নৌকা সাইদুরের নৌকাটি ধাক্কা দেয়। এতে তিনি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। ওইদিন রাত ও পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।
শনিবার দুপুরে মতি সাহেবের ঘাট এলাকায় যমুনা নদীতে সাইদুরের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এদিকে নৌকাবাইচ চলাকালে একই সময় দর্শনার্থী বোঝাই আরও একটি নৌকা ডুবে হানিফ নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তিনি বরিশাল জেলার বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে।