সংবাদ সারাদেশসারাদেশ

সুনামগঞ্জে আলোচিত শিশু তুহিন হত্যার বিচার শুরু

সংবাদ চলমান ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ের কান, গোপনাঙ্গ ও গলা কাটার পর পেটে ছুরি ঢুকিয়ে শিশু তুহিন মিয়া হত্যার বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে আলোচিত এ মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- নিহত তুহিনের বাবা আব্দুল বাসির, চাচা আব্দুল মোসাব্বির, জমসেদ আলী, নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার। শাহরিয়ারের বয়স কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানো হয়েছে।

১৩ অক্টোবর রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে তুহিনকে গলা কেটে হত্যার পর দুই কান ও লিঙ্গ কেটে পেটে দুটি ছুরি ঢুকিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডে অভিযুক্তরাসহ ১০ জনকে আসামি করে মামলা করেন তুহিনের মা মনিরা বেগম।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা বলেন, তুহিনের বাবা ও তিন চাচার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১৭ বছর বয়সী চাচাতো ভাইকে শিশু আদালতে হস্তান্তর করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button