নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা
সংবাদ চলমান ডেস্কঃ
নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযােগ উঠেছে।নিহত বিলকিছ বেগম উপজেলার হরণী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব নবীপুর গ্রামের মোঃ ছিদ্দিকের মেয়ে এবং একই এলাকার মোঃ রুবেলের স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।জানা গেছে, সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে রুবেল তার স্ত্রী বিলকিছকে পিটিয়ে গুরুতর আহত করে।
একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বিলকিছের মৃত্যু হয়। খবর পেয়ে হাতিয়ার মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের এসআই মোঃআব্দুল জাহের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা যায়।
I like your all news good news
Thank you sir