নেত্রকোণায় নৌকা ডুবে দুই নারীর মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বরউন্দ ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার মধ্যবর্তী স্থানে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু।
রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোড়াডোবা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহনগঞ্জ উপজেলার সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা রানী সরকার (৫৯) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।
স্থানীয়রা জানান, কলমাকান্দার বড়ইউন্দ গ্রামের পারুল তালুকদারের শ্রাদ্ধের দাওয়াত ছিল। বড়ইউন্দ বাজার থেকে ২০-২৫ জনের মতো যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা মধ্যনগরের দিকে রওনা হয়। হাওরের কিছুদূর পেরিয়ে গোমাই নদীতে গেলেই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠেন। কিন্তু দুই নারী উঠতে পারেননি। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।