নিজের দেয়া আগুনে পুড়ল এসএসসি পরীক্ষার্থী
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কমলা নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার দুপুরে উপজেলার দেওপাড়া ইউপির মলাজানি গ্রামে এ ঘটনা ঘটে। কমলা ওই গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের মেয়ে। তিনি এ বছর ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতেন।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, কমলার মা আনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চরাতে যান। এ সময় বাড়িতে একাই ছিলেন কমলা। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের বারান্দায় তিনি শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। কিন্তু শরীরে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তা সঠিক বলা যাচ্ছে না।