সংবাদ সারাদেশসারাদেশ
নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক
সংবাদ চলমান ডেস্ক : গাজীপুরে পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- মো. দুলাল মিয়া, মো. বেদন মিয়া, মুক্তা আক্তার।শনিবার সকালে ও দুপুরে টঙ্গীবাজার ও গাজীপুর মহানগরের চতর নয়াপাড়া থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ বিক্রির সময় টঙ্গী বাজারের বড় মসজিদের সামনে থেকে দুলাল মিয়া ও বেদন মিয়াকে আটক করা হয়। এ সময় ৮৩ লিটার মদ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, একই দিন দুপুরে মহানগরের চতর নয়াপাড়া থেকে ৭৬টি ইয়াবা ও তিনটি মোবাইলসহ মুক্তা আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।