নতুন বছরে ভিক্ষা ছাড়ল ১২৭ ভিক্ষুক
সংবাদ চলমান ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশের সর্ব উত্তরের এই উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।
নতুন বছরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতটি ইউনিয়নের ১২৭ জন ভিক্ষুককে ভিক্ষা না করার জন্য শপথবাক্য পাঠ করানো হয়।
প্রাথমিকভাবে ১১ জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের জন্য ভ্যানগাড়ি ও ছাগল তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল ভিক্ষুকের মাঝে শীতবস্ত্র, চাল, ডাল, তেল, লবন ও চিনি বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে তালিকাভুক্ত ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সক্ষমতা অনুযায়ী ভ্যানগাড়ি, সেলাই মেশিন, গরু-ছাগল, হাঁস-মুরগি ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন।
এসময় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ভিক্ষুকদের পেশা ছেড়ে সম্মানজনক কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।