নওগাঁসংবাদ সারাদেশ
নওগাঁয় মায়ের পাশে ঘুমিয়ে থাকা কিশোরীকে তুলে নিল বখাটেরা
নওগাঁ প্রতিনিধি : ফুটপাতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে নওগাঁ জেলা সদরের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বগুড়ার সান্তাহার রেল স্টেশনের ফুটপাতে মায়ের সঙ্গে থাকত ওই কিশোরী। রোববার রাতে একদল বখাটে ওই কিশোরীকে স্টেশন থেকে তুলে নিয়ে নওগাঁর বাইপাস এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরে তাকে গণধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বখাটেরা।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ধর্ষণের ঘটনা ঘটেনি।
পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের আলামত সংগ্রহ করেছেন চিকিৎসক।