সংবাদ সারাদেশসারাদেশ
ধর্ষণ ও মারধরের মামলায় নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান কারাগারে
সংবাদ চলমান ডেস্ক: ধর্ষণ ও মারধরের মামলায় নোয়াখালীর সুবর্ণচরের ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (১ জানুয়ারি) সকালে, নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সকালে মোজাম্মেল হোসেন আদালাতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদ নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে একই ঘটনায় মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
২০১৭ সালে ইউপি চেয়ারম্যান মোজাম্মেলের হোসেনের কাছে বিচার চাইতে যান এক নারী। পরে রাতভর আটকে রেখে মরধর ও ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।