সংবাদ সারাদেশ
দুধ খেয়ে চিরঘুমের দেশে যমজ শিশু!
সংবাদ চলমান ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় বায়োমিল দুধ খেয়ে ১০ মাস বয়সী যমজ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলার গুটুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মারিয়া ও ফারিয়া ওই গ্রামের ফারুক গোলদারের মেয়ে।
পরিবারের সদস্যদের অভিযোগ, বুধবার রাতে ফিডারে শিশু দুটিকে বায়োমিল-২ দুধ খাওয়ানো হয়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। সকালে তাদের মৃত পাওয়া গেছে। এ সময় তাদের নাক-মুখ দিয়ে দুধ বের হচ্ছিলো।
ডুমুরিয়ার ইউএনও শাহানাজ বেগম জানান, খবর পেয়ে শিশু দুটিকে দেখে এসেছি। দুধে বিষক্রিয়া আছে কি-না তা পরীক্ষা করা হবে