সংবাদ সারাদেশসারাদেশ

দুইদিন পর নিহত বাংলাদেশির মরদেহ ফেরত

সংবাদ চলমান ডেস্ক: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নিহত বাংলাদেশি আবু সাঈদের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে।

সোমবার সন্ধায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ।

শনিবার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৬ ও ৮৩৭ নম্বর মেইন পিলার এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে আবু সাঈদ ভারতীয় সীমান্তে তামাক ক্ষেতে কাজ করছিল। বিএসএফ চোরাকারবারি সন্দেহে আবু সাঈদকে বেধড়ক পিটিয়ে বিদ্যুতের পিলারের কাছে ফেলে রেখে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়।

তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, ওই সীমান্ত হয়ে অবৈধভাবে গরু পাচারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর মেখলিগঞ্জ থানার ওসি রাজেশ কুমার নিহত বাংলাদেশি আবু সাঈদের মরদেহ বুড়িমারী স্থলবন্দর গেটে ওসি সুমন্ত কুমার মোহন্তের কাছে হস্তান্তর করেন।

এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার মোহন্ত ডেইলি বাংলাদেশকে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button