সংবাদ সারাদেশসারাদেশ
তিন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আসামিদের আদালতে সোপর্দ
সংবাদ চলমান ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে তিন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাবুল, ইউসুফ ও সুজন নামে তিন আসামিকে আদালতে নেয়া হয়।
এর আগে সোমবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ধর্ষণের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ড আবেদন করা হবে। অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সব আসামিদের গ্রেফতার করা হবে।
এর আগে গত রোববার ঘাটাইলে ছেলে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে নবম শ্রেণির তিন ছাত্রী ধর্ষণের শিকার হয়। ওই উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।