সংবাদ সারাদেশসারাদেশ

তথ্য প্রযুক্তির কারনে দ্রুত সেবা পাচ্ছে জনগণ : পলক

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল পদ্ধতির কারণে জনগণকে হয়রানির মধ্যে পড়তে হয় না। অল্প সময়ে ঘরের কাছে তারা ইউপি থেকে সেবা পাচ্ছে।

শনিবার দুপুরে এক কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সুকাশ ইউপির নবনির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছে সরকার। গ্রামে গ্রামে মাঠ সংস্কারে অনুদান দেয়া হচ্ছে। সরকার আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে আট হাজার শেখ রাসেল কম্পিউটার স্থাপন করা হয়েছে। সারাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে। গত ১০ বছরে সিংড়ার জনগণের দাবি সরকার পূরণ করেছে। কিছু দাবি আছে পর্যায়ক্রমে তা পূরণ করা হচ্ছে।

সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ নাজিস, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সুকাশ ইউপি আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মো. হাসমত, ইউপি সদস্য আব্দুল জলিল, সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম হোসেন প্রমুখ

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button