ডিজিটাল ৯ জুয়াড়িকে কারাদণ্ড
সংবাদ চলমান ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় নয় ডিজিটাল জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে মোবাইল ফোন ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে জুয়া খেলার অপরাধে এ কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের ওসি আমিনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সহকারি কমিশনার (ভূমি) এ.বি.এম. মশিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন।
এরা হলেন মো. করিম মিয়ার ছেলে মো. জুম্মন মিয়া, সচিন্দ্র বর্মনের ছেলে বিমল চন্দ্র বর্মন, মোশারফ হোসেনের ছেলে মো. নাছিম মিয়া, কালু মিয়ার ছেলে মো. ইয়ামিন মিয়া, শাহজাহান মিয়ার ছেলে সবুজ মিয়া, আজিজ মিয়ার ছেলে কামরুল মিয়া, জলিল মিয়ার ছেলে আমির হোসেন, দিনোচন্দ্র সূত্রধরের ছেলে বিপ্লব সূত্রধর, জাফর আলীর ছেলে মো. খোকন মিয়া।
ওসি আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিওিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ডিজিটাল পদ্ধতিতে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।