সংবাদ সারাদেশসারাদেশ

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

সংবাদ চলমান ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

সোমবার ভোরে ওই উপজেলার হ্নীলা ইউপির লেদা নুরালীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন একই উপজেলার ওই এলাকার মকতুল হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, লেদা নুরালীপাড়ায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় পাঁচ-ছয়জন অস্ত্রধারী ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নেতা নুরুল আমিন গুলিবিদ্ধ হন। এ সময় র‍্যাবের দুই সদস্য আহত হন।

তিনি আরো জানান, নুরুল আমিনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি থ্রি-কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান, চারটি কার্তুজ, তিনটি কার্তুজের খোসা, একটি মোবাইল, একটি টেলিটক সিম, ১১টি মিয়ানমারের এমপিটি সিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button