টাঙ্গাইল পাসপোর্ট অফিসের ৭ দালালের কারাদন্ড
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে র্যাবের অভিযানে আটক সাত দালালকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল।
দণ্ডিতরা হলেন- শহরের ধুলেরচরের পলান শেখের ছেলে মো. শাহিন, আকুর টাকুর পাড়ার নুরুজ্জামানের ছেলে মো. সালেক ইবনে জামান, কাগমারা আমিনবাগের আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. মাসুদ রানা, পশ্চিম আকুর টাকুর পাড়ার কিতাব উদ্দিন মিয়ার ছেলে মো. রাশেদুর রহমান, ফজলুর রহমানের ছেলে মো. রিপন মিয়া, কালিহাতীর রহমপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে আব্দুল খালেক, নগরবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে মো. তারিকুল ইসলাম।
ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করা সাত দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমানসহ অভিযানিক দলের সদস্যরা।