সংবাদ সারাদেশসারাদেশ
টঙ্গীতে হাসপাতালে আগুন
সংবাদ চলমান ডেস্ক: গাজীপুরের টঙ্গীর শিলমুনের ক্যাথারসিস হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে।
এ সময় আগুন থেকে বাঁচতে রোগী, ডাক্তার ও হাসপাতালের কর্মকর্তা-কর্মমচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র আতিকুল ইসলাম জানান, রোববার রাতে হাসপাতালের স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরো জানান, আগুন লাগার পর পর পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।