সংবাদ সারাদেশসারাদেশ
জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের মামলা
সংবাদ চলমান ডেস্ক:
কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা করা হয়েছে।
দুদকের জনসংযোগ দপ্তর মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, জি কে শামীমের বিরুদ্ধে মামলা হয়েছে ২৯৭ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায়। আর যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায়।