সংবাদ সারাদেশসারাদেশ
ছাত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ, গ্রেফতার ১
সংবাদ চলমান ডেস্ক : ফেনীর ফুলগাজীতে কোচিংয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক ওরপে সোহাগ উপজেলার আনন্দপুর ইউপির খিলপাড়া গ্রামের মনির আহম্মদের ছেলে।
ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন জানান, শনিবার সকালে বাড়ি থেকে কোচিংয়ে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। পেচিবাড়িয়া গ্রামের সিলোনিয়া নদীর স্লুইসগেট এলাকায় পৌঁছালে তার গলায় ছুরি ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। তার চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে সোহাগ পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই থানায় মামলা করেন।
ওসি আরো জানান, অবস্থান নিশ্চিত করে সীমান্ত এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।