চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস
সংবাদ চলমান ডেস্ক: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ শৈত্যপ্রবাহ অন্তত আরো দুই দিন চলবে।
রাজধানীসহ সারাদেশে বইছে হিমেল হাওয়া। ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা।
শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও কমছে রাতের তাপমাত্রা। ঠাণ্ডা বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে তাদের।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বলেন, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কিছুটা বেড়ে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।